নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। আজ হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামছে বাংলাদেশী কিশোররা।
অন্যদিকে হোয়াইটওয়াশ এড়িয়ে দ্বিপাক্ষিক সিরিজে অন্তত একটি শান্তনার জয় চায় পাকিস্তানী কিশোররা। বুধবার দ্বিপাক্ষিক সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সকাল ৯টায়।
শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৯ রানে এবং সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানের জয় পায় কিশোর টাইগাররা।