নিউজ ডেস্ক »
গতকাল সাউথহ্যাম্পটনে স্বাগতিক ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। অনেক দিন পর ক্রিকেটে ফিরে এই ম্যাচ যেতা ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেক মহত্ত্বের। অধিনায়ক জেসন হোল্ডারের কাছে এই জয়ের মহত্ত্ব অন্য জয় থেকে আলাদা।
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে হারিয়েছিলো। বিশাল ৩২২ রানের টার্গেট তারা করে ম্যাচ জেতা টেষ্টে সহজ কথা নয়। কিন্তু তবুও গতকালকের এই টেষ্টটি একটু বেশিই আলাদা।
হোল্ডার বলেন, ‘এটা আমার জন্য বিশাল এক জয়। ইংল্যান্ডকে ইংল্যান্ডের দেশে এসে হারানোটা অনেক কঠিন। ২০১৭ সালে তাদের হারিয়েছিলাম৷ এখানে এসে ম্যাচ জেতার স্বাদ আমরা পেয়েছি। কিন্তু তবুও এটা আলাদা। মাঝে অনেক কিছু পাল্টে গেছে।’
এইদিকে আগামী ১৬ তারিখ থেকে শুরু হবে ২য় টেষ্ট। এই টেষ্ট জিতে সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ।
নিউজক্রিকেট/রীম