হেসেখেলে বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক »

বাংলাদেশের দেয়া ২৪৬ রানের লক্ষ্যমাত্রাকে মামুলি বানিয়ে ৮ উইকেটে জিতলো নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে সাড়ে সাত মাস পর দলে ফেরা কেইন উইলিয়ামসনের ব্যাট হাসলো বাংলাদেশের বিপক্ষে। ১০৭ বল খেলে ৭৮ রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক।

২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে রচিন রবীন্দ্রকে ফেরান মুস্তাফিজুর। বাংলাদেশের বোলিং ইনিংসে প্রাপ্তি বলতে কেবল এটুকুই। বাকিটা সময় ক্রিজে স্বভাবসুলভ ব্যাট করেন কিউই ব্যাটাররা। ৪ নম্বরে ব্যাট করতে নামা অলরাউন্ডার ড্যারেল মিচেল করেন অপরাজিত ৮৯ রান। এ জয়ে ৩ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এলো নিউজিল্যান্ড। অন্যদিকে কিউইদের বিপক্ষে বড় হারের পর বাংলাদেশের সেমিফাইনালের সমীকরণটা আরো কঠিন হয়েছে। বাকি ৬ ম্যাচের অন্তত ৫টি জিততে হবে সাকিব আল হাসানকে দলকে।

ব্যাটিং ব্যর্থতার পর এদিন বাংলাদেশের বোলাররা ছিলেন সাদামাটা। তাসকিন থেকে শুরু করে শরীফুল, মুস্তাফিজ কেউই করতে পারেননি নামের প্রতি সুবিচার। কিউই ব্যাটাররা যেন কত সহজেই টপকে গেলেন বাংলার বোলিং জুজু। অথচ গত দুই বছর ধরে বাংলার তাসকিন, শরীফুলরাই কত বাঘা বাঘা ব্যাটারদের বলে কয়ে পরাস্ত করেছেন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »