হেরেও প্লে অফের স্বপ্ন বেঁচে রইল হায়দ্রাবাদের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

শিমরন হেটমেয়ার এবং গুরুকিত সিংয়ের ব্যাটে চড়ে আসরে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বিরাট কোহলির রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর।

প্রথমে ব্যাটিংয়ে নামা সানরাইজার্স হায়দ্রাবাদ শুরুটা ভালোই করে। ওপেনিং জুটিতে ঋদ্ধিমান সাহা এবং মার্টিন গাপটিল মিলে গড়েন ৪৬ রানের জুটি। কিন্তু এর পরই ঘটে ছন্দ পতন। মাত্র ১৫ রানের ব্যবধানে দলীয় ৬১ রানেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় হায়দ্রাবাদ। তবে এরপর খুনে মেজাজে ব্যাট করতে থাকেন কেন উইলিয়ামসন। মাত্র ৪৯ বল মোকাবেলায় উইলিয়ামসন করেন অপরাজিত ৭০ রান। অন্যদিকে বিজয় শঙ্কর ১৮ বলে করেন ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মির সংগ্রহ দাঁড়ায় ১৭৫ রান।

জবাবে ব্যাট করতে নামা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরকে শুরু থেকেই চেপে ধরে হায়দ্রবাদের বোলাররা। দলীয় ২০ রানে ৩ উইকেট হারালে সেই চাপ সামলে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন ক্যারিবিয়ান শিমরন হেটমেয়ার।৪৭ বলে ৭৮ রান করা হেটমেয়ারকে যোগ্য সঙ্গ দেন আরেক ভারতীয় ব্যাটসম্যান গুরকিরাত সিং। গুরকিরাতে ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৫ রানের ঝলমলে ইনিংস। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালোর।

আইপিএলের ১২তম আসরে বেঙ্গালোর জয় দিয়ে শেষ করলেও প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল আগেই। এদিকে ম্যাচ হেরেও প্লে অফের স্বপ্ন এখনও বেঁচে রইল অরেঞ্জ আর্মির।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »