হার নিয়ে এতো আলোচনা-সমালোচনা করে লাভ নেই: মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।দলের এমন ভরাডুবির পর এই ম্যাচকে ঘিরে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা।তবে সেগুলোর সঙ্গে একমত নন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

গতকাল (মঙ্গলবার) ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মাশরাফী। সেখানে তিনি ইংল্যান্ড ম্যাচের হারসহ আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন।

মাশরাফী বিন মোর্ত্তজা নিজের পোস্টে লিখেছেন, ‘ইংল্যান্ডকে হারাতে হলে অবিশ্বাস্য দিন দরকার হতো। এই ভুল, সেই ভুল বলে কোনো লাভ নাই। অনেক বড় টুর্নামেন্ট, তাই এই ম্যাচ নিয়ে পড়ে থেকে লাভ নাই। হয়তো ব্যাটিংয়ে আরও কিছু রান করা যেতো।’

মাশরাফী আরও লিখেছেন, ‘তবে যেহেতু পয়েন্টের খেলা, তাই ১৩৪ (১৩৭) রানে হারা আর ১ রানে হারার ভেতর কোনো পার্থক্য নাই। এখনই সময় দলকে সাপোর্ট করার, ভালো সময়ে দূরে থাকলেও চলে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »