নিউজ ডেস্ক »
কয়েকদিন আগেই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির করোনায় আক্রান্তের খবর আসে। আফ্রিদির পর গতকাল তিন পাকিস্তানি ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার নতুন করে আরো সাত পাকিস্তানি ক্রিকেটারের করোনা পজিটিভের খবর এসেছে। এই সাত ক্রিকেটার হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাত ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার লশাদাব খান, হারিস রউফ এবং হায়দার আলীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারকে দুইবার করে করোনা পরীক্ষা করাতে বলেছিল পিসিবি। এরই সুবাদে প্রথম ধাপে নিজ নিজ শহরে অবস্থান করে করোনা পরীক্ষা করান ক্রিকেটাররা। করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় ইতোমধ্যে তিনজনই সেলফ আইসোলেশনে চলে গেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, ‘ইতোমধ্যে করোনা পজিটিভ এই ক্রিকেটারকে ব্যক্তিগত আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। আর পিসিবির মেডিকেল দল সবসময়ই তাঁদের সঙ্গে যোগাযোগ করছে।’
ইংল্যান্ড সফরের জন্য বিমানে উঠার আগে বুধবার আরেক দফা করোনা পরীক্ষা করানো হবে ক্রিকেটারদের। জানা গেছে, চার্টার্ড ফ্লাইটে করে ইংল্যান্ডের জন্য রওনা করার আগে লাহোরের একটি পাঁচ-তারকা হোটেলে অবস্থান করবেন সকল ক্রিকেটাররা। আর ইংল্যান্ড পৌঁছে ডার্বিশায়ারে পুরো পাকিস্তান দলকে থাকতে হবে ১৪দিনের হবে কোয়ারেন্টিনে।