হাথুরুর অনধিকার চর্চার কারণে দায়িত্ব ছেড়েছিলেন ফারুক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চন্ডিকা হাথুরুসিংহের অনধিকার চর্চার কারণে প্রধান নির্বাচকের পদ থেকে সড়ে দাড়িয়েছিলেন ফারুক আহমেদ। দল নির্বাচনে একক আধিপত্যের চেষ্টা পুরো নির্বাচনকে প্রক্রিয়াকে ব্যাহত করবে- এমন আশঙ্কা করেই সড়ে দাড়ান তিনি। জাতীয় দলের বর্তমান নির্বাচন প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাবেক এই প্রধান নির্বাচক।

দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত চরিত্রের নাম বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুনসিংহে। গেল বছর বিশ্বকাপ ক্রিকেটের ছয় মাস আগে দ্বিতীয়বার টাইগারদের হেড কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় এই লঙ্কাকে।

দ্বিতীয়বার দায়িত্ব নেবার পর দেশের ক্রিকেটে মাঠের বাইরের নানা কর্মকান্ড নিয়ে সমালোচিত হতে থাকেন হাথুরু। দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন নিয়ে সমালোচনা হয় ভারত বিশ্বকাপ চলার সময়ে। শুধু তাই নয় দল নির্বাচেনে হাথুরুর একক কর্তৃত্ব ও একগুয়েমির খরবও চলে আসে সামনে।

এবার, এনিয়ে রীতিমতো মতো ক্ষোভ ঝাড়লেন বিসিবি সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ক্ষোভের কথা জানান তিনি। হাথুরুসিংহে প্রথমবার টাইগারেদর দায়িত্ব নেয়ার পরই তিনি প্রধান নির্বাচকের পদ থেকে সড়ে দাড়ান। ফারুক আহমেদ জানান হাথুরুর দল নির্বাচনে অনধিকার চর্চার কারণেই সেময় তিনি দায়িত্ব ছেড়ে দেন। ফারুক বলেন, ‘হাথুরু আসার পর প্রখম দিকে বেশ ভালোর চলছিল। কিন্তু ছয় মাস যাওয়ার পরই সে একদিন আমার রুমে বলেন আমার এমর দল দরকার।  দল নির্বাচন আমার কাজ প্রয়োজন মতো সবকিছু দেয়া যায় কিন্তু সেটা একক আধিপত্য বিস্তার ঠিক নয়। হাথুরু বুঝেছিল আমি কি ধরনের মানুষ। আমি বুঝেছিলাম এবাভাবে থাকলে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে। আমি পদত্যাগ করি।’

তিনি জানান জাতীয় দলের বর্তমান নির্বাচন প্রক্রিয়া ঠিক নেই। দল নির্বাচন প্রক্রিয়া মেনে নিতে পারছেন না ফারুক আহমেদ। তিনি বলেন,‘ দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি খুব বেশি খুশি হতে পারছি না। বারবার পরিবর্তন এগুলো কোনো বিচক্ষণতার কাজ নয়।’

প্রথমবার হাথুরুসিংহের যেভাবে দায়িত্ব ছাড়েন এরপর আবারও কেনো তাকে দায়িত্ব দেয়া হলো এটা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক প্রধান নির্বাচক।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »