নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাতুরুসিংয়ের সাথে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব ছিল! গনমাধ্যমে এই খবরটি বারবার উঠে এসেছিল বিভিন্ন সময়ে।সিনিয়রদের মধ্যে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে হাতুরুর দ্বন্দ্ব ছিল, আর যার ফলে টাইগারদের শততম টেস্ট ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল রিয়াদকে এমন শিরোনামে মুখরিত ছিল তখনকার গনমাধ্যম।তবে আজ আব্দি দুজনের দ্বন্দ্বের এই ব্যাপারে মুখ খুলেননি উভয়ের কেউ।অবশেষে হাতুরুর সঙ্গে দ্বন্দ্বের খবর নিয়ে মুখ খুললেন খোদ রিয়াদ নিজেই।হাতুরুর সঙ্গে দ্বন্দ্বের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন রিয়াদ নিজেই।
দেশের অনলাইন গনমাধ্যম বিডিক্রিকটাইমের সঙ্গে লাইভ আড্ডায় এই ব্যাপারটি খোলসা করেন রিয়াদ নিজেই।হাতুরুসিংয়ের সাথে কোন দ্বন্দ্ব ছিল কিনা এই ব্যাপারে জানতে চাওয়া হলে রিয়াদ জানান: আমি জানি না গনমাধ্যম কিসের ভিত্তিতে এমন খবর প্রকাশ করেছে।হাতুরুর সঙ্গে আমার কখনো খারাপ সম্পর্ক ছিল না।এখনো আমার সঙ্গে হোয়াইটস এফে তার কথা হয়।
ক্যারিয়ারে একজন আদর্শ কোচ হিসেবে সাবেক গুরু হাতুরুসিংকে স্মরন করে কৃতজ্ঞচিত্তে তাকে স্মরন করে রিয়াদ আরো যোগ করেন: আমি সবসময় একটা ব্যাপার বিশ্বাস করি, আমার পেশায় বা আমার ব্যক্তিগত জীবনে কেউ যদি আমার বিন্দুমাত্র উপকার করে থাকে,তাহলে আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকি।আমি সবসময় উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।পিছনে যদি কোন কারন থাকে তাহলে উনার কাছে থাকতে পারে, আমার দিক থেকে কোন কারন নেই।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর /সময়: ১:১৫ / এম.আই.আই