নিউজ ডেস্ক »
সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে একটি গর্ভবতী বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে আসলে বাজি ভর্তি আনারস গিলে গুরুতর আহত হয়ে মারা যায়। গুঞ্জন উঠেছে এটি পরিকল্পিত হত্যা। তবে রাজ্য সরকার সত্য উদঘাটনে বেশ তৎপরতার তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
ঘটনা যেমনই হোক, এই বর্বরোচিত হত্যাকান্ডে বেশ মর্মাহত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি এবং সহঅধিনায়ক রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ক্ষোভ এবং মনোঃকস্ট ব্যক্ত করে কোহলি বলেন, ‘কেরালাতে যা হয়েছে, সেটি শুনে ভীষণ কস্ট পেয়েছি। চলুন, আমাদের প্রাণীদেরও ভালবাসার চোখেই দেখি। এত কাপুরুষের মত কাজগুলোর ইতি টানি।’
তাছাড়া ভারতীয় উদ্ভোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা মানবজাতির এই ঘৃণ্য আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষোভের বহিঃপ্রকাশে রোহিত বলেন, ‘আমরা বর্বর। আমরা কি কিছুই শিখছিনা? কেরালায় হাতিটির সাথে যা ঘটেছে তা খুবই হৃদয়বিদারক। কোন প্রাণীর সাথেই এমন নিষ্ঠুর আচরণ কাম্য নয়।’
ক্ষ্যাতির বিড়ম্বনায় পড়া কোহলি-রোহিতদের প্রানীদের প্রতি তা এই ভালবাসার বহিঃপ্রকাশ এবং সকলকে মানবিক হওয়ার আবেদন প্রসংশিত হলেও অনেকে করছেন বিরুপ মন্তব্য।
কোহলির টুইটে এক ভক্ত কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘এই বিষয় নিয়ে বললেন, কাশ্মীর নিয়ে তো কিছু বললেন না। তখন আপনার চোখ বন্ধ ছিল কেন?’ তাছাড়া মিনা দাস নামে আরেকজন বলেন, ‘তোমার স্ত্রীকে বল, হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়া সিরিজ না বানাতে।’
নিউজক্রিকেট/এমএস