নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে ভারতের বিপক্ষে ব্যাট হাতে মোটেই সুবিধা করতে পারেননি স্টিভ স্মিথ। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার কারণে আইসিসির টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়েও চলে গিয়েছেন তৃতীয়স্থানে। এমন অবস্থায় জাস্টিন ল্যাঙ্গার স্মিথকে কীভাবে সামলাচ্ছেন তার জবাবে তিনি বললেন স্মিথকে তিনি কোচিংই করান না!
অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে কেবল ১ রান করে আউট হয়েছেন স্মিথ। পরের ইনিংস দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ১ রানে অপরাজিত ছিলেন তিনি। মেলবোর্নের প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।
স্মিথের অফফর্ম নিয়ে চিন্তিত নন কোচ ল্যাঙ্গার। বরং তিনি বলেন,”ভেবে দেখুন, যখন সে রানে ফিরবে তখন আমাদের অবস্থান কতটা শক্ত হবে- ব্যাপারটা আমি এভাবেই দেখি। এই সিরিজটা তার ভালো যাচ্ছে না। সবার আগে সে নিজেই এটা স্বীকার করবে। এত বড় ক্রিকেটারদের সম্পর্কে আমি কী জানি, তারা ফিরতে সময় নেন না! এটাই আমাকে খুশি করে দেয়৷’’
এই পরিস্থিতিতেও স্মিথ নিজেই তার কোচ বলে জানান ল্যাঙ্গার, ‘আপনি কীভাবে স্টিভকে (স্মিথ) প্রশিক্ষণ দিবেন? আমি স্টিভ স্মিথকে কোচিং করাই না, সে নিজেই তার কোচ। আমি নিশ্চিত সে সঠিক কাজটিই করছে।”
স্মিথ সম্পর্কে ল্যাঙ্গার আরও বলেন,’‘সে মেরে খেলতে ভালোবাসে। মেলবোর্নে সে সেটা করেছেও কিন্তু ফল পায়নি। কিন্তু এখানে কিছু করার নেই, কিংবদন্তি ক্রিকেটারদের ক্ষেত্রেও ওই একই কথা, সময়কে কেউ বদলে দিতে পারে না। আমরা জানি সমস্যার সমাধান সে কীভাবে করতে পারবে, আমরা জানি সে কত বড় একজন খেলোয়াড়।’’