স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন করছিঃ মোসাদ্দেক

নিউজ ডেস্ক »

এযাবতকালে এমন অবসর দেখেনি ক্রীড়াঙ্গন, কোনো অঙ্গনই নয়। বিশ্বজুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবায় ছত্রভঙ্গ মানবজীবন। যখন বেঁচে থাকাটাই দ্বায় হয়ে পড়েছে, সেখানে সবুজ গালিচার হাহাকার, বাইশ গজের একাকীত্ব অস্বাভাবিক নয়। তবে কেমন আছেন বাইশ গজের স্বপ্ন সারথীরা?

সে প্রশ্নের উত্তর মেলাতে এখন ইন্টারনেটই প্রধান হাতিয়ার। এ মাধ্যমে জানা যাচ্ছে ক্রীড়াবিদদের গৃহবন্দি জীবনের অবস্থা। বিশেষ করে দীর্ঘ বিরতিতে টাইগারদের ফিট থাকার বিষয়ে খোঁজ করছে মিডিয়া। ঘরে থেকেই ফিটনেস ধরে রাখার কাজ করছেন ক্রিকেটাররা। কম-বেশি সবারই রুটিন ওয়ার্ক চোখে পড়ছে।

তবে এবার জানা গেছে অনুশীলনের কথা। ফিটনেস ওয়ার্কের পাশাপাশি নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসাইন সৈকত। আজ (বুধবার) মোসাদ্দেকের এক নিকটজনের সূত্রে এ তথ্য জানা যায়। আব্দুল্লাহ আল মামুনকে (ঐ নিকটজন) তিনি জানান, ‘নিজেকে ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনও করছি।’

এছাড়াও কোনো এক নতুন ভোরে মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের ইতিহাসে প্রথম বৈশ্বিক শিরোপা জয়ের নায়ক মোসাদ্দেক। তিনি বলেন, ‘কোনো এক পরিচ্ছন্ন নতুন ভোরে দেখা হবে আবারও ২২ গজে ইনশাআল্লাহ।’

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »