স্বদেশীর বলের আঘাতে রক্তাক্ত হয়ে মাঠের বাইরে ডওরিচ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকা ক্রিকেট সম্প্রতি আবারো মাঠে ফিরেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ দিয়ে। করোনা পরবর্তী ক্রিকেটে এবার প্রথমবারের মতো রক্তাক্ত হয়ে মাঠ ছেড়েছেন কোন ক্রিকেটার! ওয়েস্ট ইন্ডিজ দলের উইকেট কিপার শেন ডওরিচ মারাত্মক ভাবে আহত হয়ে খেলা চলাকালীন সময়ে ছেড়েছেন মাঠ।

ইংলিশদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যাওয়ার পর, ইংলিশ ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে দ্বিতীয়  ইনিংসে ফিল্ডিং করতে নামে উইন্ডিজরা।
ইনিংসের অষ্টম ওভারে রক্ত ঝরে মাঠে!
ক্যারিবিয়ান গতি তারকা গ্যাব্রিয়েলের একটি দ্রুত ডেলিভারি ব্যাটসম্যানকে পরাস্ত করে বুলেট গতিতে ছুটে যায় উইকেটের পিছনে থাকা শেন ডওরিচের দিকে। গ্লাভস হাতে বলটি তালুবন্দী করতে যাওয়া ডওরিচের গ্লাভসে লেগে বলটি সরাসরি আঘাত হানে তার ঠোঁঠে। মারাত্মক গতিতে ছুটে আসা গ্যাব্রিয়েলের বল ঠোঁঠে আঘাত হানতেই রক্তাক্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি।

প্রচণ্ড এই আঘাতে কুপোকাত ডওরিচের পক্ষ সম্ভব ছিলনা আবারো গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়ানোর। তাই সাথে সাথে রক্তাক্ত ডওরিচকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।ডওরিচের অনুপুস্থিতিতে পরবর্তীতে গ্লাভস হাতে উইকেটের পিছনটা সামলেছেন দলের বিকল্প উইকেট কিপার শাই হোপ।

নিউজক্রিকেট টুয়েন্টিফোর / মারুফ ইসলাম ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »