স্থগিত টি-টোয়েন্টি বিশ্বকাপ, সরে গেল আইপিএলের পথের কাটা

নিউজ ডেস্ক »

অবশেষে এক বছরের জন্য স্থগিত করা হল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ২০২০। মরণঘাতী কোভিড-১৯ মহামারীর কারণে নির্ধারিত সময়ে বিশ্বকাপটি আয়োজনের জন্য বেশ কয়েকটি বোর্ড সভা করে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্থ্রক সংস্থা আইসিসি। তবে আজ (সোমবার)  আইসিসির সর্বশেষ বোর্ড সভায় কর্মকর্তারা করোনা মহামারীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এক বছরের জন্য স্থগিত করে টুর্ণামেন্টেটি।

তবে বিশ্বকাপ স্থগিত হওয়ায়  পথের কাটা সরে গেছে ফ্র‍্যাঞ্চাইজ ভিত্তিক ভারতীয় জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ আইপিএলের। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে আইপিএল আয়োজক কমিটি। তবে পূর্বনির্ধারিত সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হলে আইপিএল আয়োজন অসম্ভব হয়ে পড়ত।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপটি। বিশ্বকাপ স্থগিতের ব্যাপারে আইসিসি থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘অনেক বিচার বিবেচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  আমরা বিশ্বজুড়ে ভক্তদের জন্য নিরাপদ ও সফল বিশ্বকাপ  উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর।’

নিউজক্রিকেট/ এমএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »