স্ত্রীর ইচ্ছাতেই জার্সি নাম্বার বদলেছেন মমিনুল!

মারুফ ইসলাম ইফতি »

টাইগারদের টেস্ট কাপ্তান মমিনুল হক হঠাৎ করে জার্সি নাম্বার কেন পরিবর্তন করলেন? এই প্রশ্নের উত্তর জানার কৌতূহল প্রায় সবার মাঝেই ছিল গত চারদিন।বিকেএসপিতে থাকাকালীন সময় হতে জাতীয় দল পর্যন্ত সবসময় মমিনুলের গায়ে ছিল ৬৮ নাম্বার জার্সি।পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচেও ছিল সেই ৬৮ নাম্বার জার্সি। তাহলে হুট করে জিম্বাবুয়ে বিপক্ষে টেস্ট ম্যাচে মমিনুল গায়ে ৭ নাম্বার জার্সি কেন? হঠাৎ করে জার্সি নাম্বার পরিবর্তন কেন করলেন মমিনুল সেই প্রশ্নের উত্তর অবশেষে খোদ মমিনুলই দিয়েছেন কৌতূহলী মানুষদের জন্য।

স্ত্রী ফারিয়ার ইচ্ছাতেই জার্সি নাম্বার পরিবর্তন করেছেন মমিনুল এমনটাই গনমাধ্যমকে নিশ্চিত করেছেন মমিনুল নিজেই।আজ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ও ১০৬ রানে জয়ের পর গনমাধ্যমের মুখামুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিনুল বলেন: আসলে বউয়ের চাওয়াতে জার্সি নম্বর পরিবর্তন করে নিয়েছি। ও বলছিল, ৬৮ নম্বরের চেয়ে ০৭ নম্বর বেশি ভালো লাগে ওর কাছে। এরপরই আসলে জার্সি নম্বর পরিবর্তন করার সিদ্ধান্ত নিই। এ ছাড়া বিশেষ কিছু নেই জার্সি নাম্বার পরিবর্তন করার নিয়ে।

কথায় আছে নাম্বার সেভেন সবসময় লাকী নাম্বার।মমিনুলের ক্ষেত্রে ব্যাপারটা দারুণ ভাবে মিলে গেছে।
৭ নাম্বার জার্সি নিয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে করেছেন বাজিমাত,১৪ ইনিংস পর পেয়েছেন সেঞ্চুরির দেখা।নতুন জার্সি নাম্বার গায়ে জড়িয়ে প্রথম ম্যাচেই খেলেছেন ১৩২ রানের দুর্দান্ত একটি ইনিংস।
শুধু তাই নয় ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা দল পেয়েছে স্বস্তির জয়, আর অধিনায়ক হিসেবে মমিনুল নিজেও পেয়েছে প্রথম জয়ের স্বাদ। সবমিলিয়ে স্ত্রী ফারিয়ার পছন্দের লাকী নাম্বার সেভেন মমিনুলের জন্য বয়ে নিয়ে এসেছে দারুণ সব অর্জন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »