নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেকদিন ধরে খেলছেন ওপেনার তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুতে তিনি মারমুখী ব্যাটিংয়ের জন্য বেশি পরিচিত ছিলেন। কিন্তু কালের বিবর্তনে তামিমের এমন ব্যাটিং এখন কমই দেখা যায়।
তিনি এখন সেট হয়ে ক্রিকেট খেলতে পছন্দ করেন। বিশেষ করে টি-২০’তে তিনি এখন ১২০শের আশেপাশে ব্যাটিং করেন যা অনেকেই সমালোচনা করেন। তারা থেকে রান আসলেও স্ট্রাইকরেটটা ঠিক বর্তমান ক্রিকেটের সাথে যায়না। তবে তামিম জানান তিনি দলের জন্যই এমন খেলেন। আর স্ট্রাইকরেট নিয়ে কথা বলা এখন ট্রেন্ড হয়ে গেছে।
ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘স্ট্রাইকরেটের ব্যাপারে প্রশ্ন করা এখন ট্রেন্ড (রীতি) হয়ে গেছে। আগামীকাল হয়তো আরেকটা নতুন ট্রেন্ড দাঁড়িয়ে যাবে। আপনি ১০ বছর পেছনে ফিরলে দেখবেন তখনও কোনো না কোনো ট্রেন্ড ঠিকই খুঁজে পাবেন। আগে যেমন ট্রেন্ড ছিল, কেউ বড় দলগুলোর বিপক্ষে ২-৩টা বড় ম্যাচ জেতালে বারবার বলা হতো, সে তো রক্ষণাত্মক অধিনায়ক। এখন বর্তমানের ট্রেন্ড হলো, যেকোনো ব্যাটসম্যানকে তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন করা।’
তামিম অবশ্য মনে করছেন ১১০ স্ট্রাইকরেটে ব্যাট করায় যদি দল সুফল পায় তাহলে এই স্ট্রাইকরেট নিয়ে ব্যাটিং করতে সমস্যা নেই।
এ বিষয়ে তামিম বলেন, ‘দল যদি আমার স্ট্রাইকরেটে সুফল পায় তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই, সেটা হোক ১১০ কিংবা ১৫০। যখনই আমার মনে হবে যে, আমি ভুল কিছু করেছি বা আমার কারণে দলের সমস্যা হয়েছে, তাহলে সবার আগে সেটা আমিই মেনে নেব। কখনো এর পক্ষে যুক্তি দেবো না।’
তবে তামিম মনে করেন টি-টোয়েন্টিতে উন্নতি করেছেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমার মতে, অনেকটা উন্নতি হয়েছে। তবে আমি মনে করি ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেট সেভাবে তেমন কিছু অর্জন করতে পারিনি।’
নিউজক্রিকেট/আরআর