নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওভালে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। কিউইদের ১৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।
কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপর কিউই বোলারদের ওপর তান্ডব চালান ডেভিড মালান ও বেন স্টোকস। তৃতীয় উইকেটে জুটিতে ১৯৯ রানে জুটি গড়েন তারা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন মালান ৯৬ রান করে আউট হন তিনি। তবে ওয়ানডে ক্যারিয়ার চতুর্থ সেঞ্চুরি তুলে নেন স্টোকস যেটা তিনি দেড়শ রানের ইনিংসে পরিণত করেন। ক্যারিয়ার সেরা ১২৪ বলে ১৮২ রান করে আউট হন স্টোকস। শেষ পর্যন্ত ৪৮ দশমিক ১ ওভারে ৩৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। কিউই বোলার ট্রেন্ট বোল্ট ৫ উইকেট নেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলাদের সামনে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। ৩৯ ওভারে ১৮৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস সর্বোচ্চ ৭২ রান করেন। ইংলিশ বোলার ক্রিস ওক্স ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪