স্টনিয়ের সাথে বিসিবির চুক্তি নবায়ন

নিউজ ডেস্ক »

রিচার্ড স্টনিয়ের কথা ভুলে যাননি নিশ্চয়? আপনি নিয়মিত বাংলাদেশ ক্রিকেট ফলো করলে তাকে ভোলার কথা না, কি অসাধারণ ভাবেই না উজ্জীবিত করে রেখেছিলেন বিশ্বকাপ জিতে ফেরা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলটিকে। দলটির ক্রিকেটারদের ফিটনেস যেন নিজ হতে গড়েছিলেন এই ইংলিশ ট্রেনার। তার সঙ্গে চুক্তি নবায়ন ছিলো সময়ের দাবি মাত্র।

২০১৮ সালে বাংলাদেশে আগমন স্টনিয়ের ,শুরু বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর অনূর্ধ ১৯ দলের দায়িত্বও উঠে তার কাঁধে। সাত বছরেরও বেশি সময় ধরে পেশাদার ট্রেনার হিসেবে কাজ করে আসছেন স্টনিয়ের। বাংলাদেশে আসার আগে তিনি কাজ করেছিলেন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ আসর পাকিস্তান সুপার লিগ- পিএসএলে। লাহোর কালান্দার্সের হয়ে তার ঐ কাজ করার পরই মূলত ক্রিকেট অঙ্গনের নজরে আসেন তিনি। এর আগে কাজ করেছেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটেও। এরপরেই তাকে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের ট্রেনার হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

বন্ধুসুলভ আচরণ ও গোছলে কাজে স্টনিয়রের জুড়ি মেলা ভার, প্রথম দফায় বিসিবির সাথে স্টনিয়রের সাথে বিসিবির চুক্তি ছিলো ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ পর্যন্ত। এবার নতুন চুক্তি অনুসারে বিসিবির সাথে ২০২২ সাল পর্যন্ত কাজ করবেন এই ইংলিশ ট্রেনার। চুক্তি নবায়ন হওয়ায় বেশ উচ্ছাসিত স্টনিয়ের। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »