সৌম্য-মুশফিকের ব্যাটে চড়ে ফাইনালে বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজের ফাইনালে পা রাখলো টাইগাররা।

প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে কিছুটা ব্যর্থ হন টপ অর্ডারের ব্যাটসম্যানরা। ধারাবাহিক বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ১০০ রানের আগে টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফিরে যান। ওপেনার শাই হোপ অবশ্য ছিলেন উজ্জ্বল। ইনিংসের ৪২তম ওভারে মাশরাফির বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তাঁর ব্যাট থেকে আসে ৮৭ রান। অন্যদিকে মিডল অর্ডারে অধিনায়ক হোল্ডারের ৬২ রান ব্যাতিত বলার মত রান করতে পারেননি বাকি ব্যাটসম্যানরা। মুস্তাফিজ মাশরাফির দুর্দান্ত বোলিং স্পেলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের মাঝারী সংগ্রহ পায় উইন্ডিজ।

টাইগারদের হয়ে অধিনায়ক ম্যাশ ৬০ রান খরচায় ৩টি এবং কাটার মাস্টার মুস্তাফিজ ৪৩ রান দিয়ে ঝুলিতে পুরেন ৪টি উইকেট।

লক্ষ্যে খেলতে নেমে শুরুর ভিতটা ভালো পায় টাইগাররা। ওপেনার সৌম্য সরকার এবং তামিম মিলে গড়েন ৫৪ রানের জুটি। তামিম ২১ রানে ফিরে গেলেও সৌম্য তুলে নেন ফিফটি। ২১ ওভারের মাথায় নার্সের এক ওভারে সাকিব ২৯ এবং সৌম্য ৫৪ রানে ফিরে গেলে চাপ সামাল দেন মোহাম্মদ মিঠুন এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। মিঠুন ৪৩ রান করে ফিরে যান এবং ইনিংসের ৪৭তম ওভারে ৬৩ রানে ফিরে যান মুশফিকও। শেষের দিকে মাহমুদউল্লাহ ৩৪ বল মোকাবেলায় ৩০ রান করে দলের জয় নিশ্চিত করেন ৫ উইকেটে।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ দল। ফাইনালে উইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »