সৌম্যের বিয়েতে খাবার তালিকায় অতিথিদের জন্য যা থাকছে!

মারুফ ইসলাম ইফতি »

অনেক তরুণীর মনে আক্ষেপের আগুন জ্বালিয়ে দিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তি দেবনাথ পূজার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার।

নিজ শহর খুলনাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন এই ক্রিকেটার।কন্যা পূজাও খুলনার মেয়ে।আর তাই উভয় পরিবারের অনুষ্ঠানিকতা হচ্ছে একই শহরে।

গতকাল থেকেই গায়ে হলুদে দিয়ে বিয়ের অানুষ্ঠানিকতা শুরু হয়েছে সৌম্যের।পরিবার এবং নিকটাত্মীয়দের উপস্থিতিতে গতকাল খুলনার সাতক্ষীরায় নিজ বাড়িতে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় তার।

জানা গেছে সৌম্যের বিয়েতে একহাজার দুইশত এর বেশি অতিথিকে আপ্যায়ন করা হবে।এত মানুষের খাবার ঠিকঠাক ভাবে পরিবেশন করার চ্যালেঞ্জ নিয়ে ইতিমধ্যে রাঁধুনিরা ব্যস্ত সময় পার করছেন রান্নার কাজে।কৌতূহলী হয়ে এক বাবুর্চির সাথে আলাপকালে তার কাছে জানতে চাওয়া হয়েছিল কি কি থাকছে অতিথিদের জন্য খাবার তালিকায়।অতিথিদের জন্য খাবার তালিকায় কাচ্চি বিরিয়ানি, মুরগীর রোস্ট,শাহী জর্দা, সালাদ সহ আরো কয়েকটি মুখরোচক আইটেম থাকবে বলে নিশ্চিত করেছেন তারা।

উল্লেখ্য দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তি দেবনাথ পূজার সাথে প্রেমের সম্পর্ককে পূর্নতা দান করে পূজাকেই বিয়ে করছেন সৌম্য।উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক ভাবে সম্পূর্ণ হচ্ছে দুজনের বিয়ে।পূজার বাড়ীও সৌম্যের শহর খুলনায়, তবে পরিবার সহ পূজা পরিবার বসবাস করেন ঢাকায় আর এই মুহুর্তে পূজা ও লেভেলে পড়ছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »