সৈকতের সোনালী টেস্ট অভিষেক

সুফিয়ান আল হাসান »

অফ ফর্মের কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট একাদশের বাইরে অভিজ্ঞ মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। তৎকালীন কোচ হাথুরুসিংহে একাদশের বাইরে রেখেছে দেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুমিনুল হক, এবং অভিজ্ঞতায় টইটম্বুর , পঞ্চপান্ডব এর এক পান্ডব মাহমুদুল্লাহকে। তাও আবার বাংলাদেশের একশত টেস্ট ম্যাচের মতো ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ ম্যাচে। মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে একাদশে ডাক পেলেন ঘরোয়া ক্রিকেট অঙ্গনে ব্যাট হাতে উত্তাপ ছড়ানো মোসাদ্দেক সৈকত, এমন ঐতিহাসিক ম্যাচে টেস্ট অভিষেক হওয়াকে হয়ত সৌভাগ্যই বলবেন ডানহাতি এই অলরাউন্ডার, তাই ব্যাট হাতে রাঙিয়ে রাখলেন নিজের অভিষেক।

সময়টা ২০১৭ সালের ১৫ মার্চ। নিজেদের শততম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলো বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে এসে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করতে টাইগাররা। জবাবে মিরাজ – সাকিবদের ঘূর্ণিতে অল্প রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে তামিম ৪৯, সৌম্য ৬১, সাকিব ১১৬, এবং অভিষিক্ত মোসাদ্দেক খেলেন দুর্দান্ত একটি ৭৫ রানের ইনিংস। অভিষেক ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৭৫ রানের ইনিংস খেলার পথে বল মোকাবেলা করেন ১৫৫ টি। ৭ টি চারের সাথে হাঁকান দুটি ছক্কা।

৮ম উইকেটে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের সাথে মোসাদ্দেক গড়েন ১৩১ রানের পার্টনারশিপ, সাকিব আউট হওয়ার পরে মিরাজকে সাথে নিয়ে গড়েন ৩৩ রানের আরেকটি পার্টনারশিপ এবং শেষ উইকেটে শুভাশিসকে সাথে নিয়ে দলের সংগ্রহে যোগ করেন আরো ১৩ রান।

২য় ইনিংসেও ৩ ওভার বল করে কোন উইকেট না পেলেও ব্যাট হাতে খেলেছিলেন ১৩ রানের ইনিংস। ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়েছিল বাংলাদেশ।

১০০তম টেস্ট ম্যাচে গড়েছিল জয়ের রেকর্ড। যে জয়ের পথে অন্যতম সারথি ছিলো অভিষিক্ত মোসাদ্দেকের ৭৫ রানের ইনিংসটি। মোসাদ্দেক এর এই ইনিংসটি বাংলাদেশে স্বপ্ন দেখিয়েছিল আরো একজন দুর্দান্ত ব্যাটসম্যান পাওয়ার। দেশকে অনেক ভালো ও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার। এই স্বপ্ন দেখানোর পিছনে আরো বড় কারিগর ছিলো ঘরোয়া ক্রিকেট ও বয়স ভিত্তিক ক্রিকেটে মোসাদ্দেক এর পারফরমেন্স। এখন জাতীয় ফলে না থাকলেও পরবর্তীতে এই স্বপ্নবাজ মোসাদ্দেক এর হাত ধরেই প্রথম আন্তর্জাতিক শিরোপার দেখা পেয়েছিলো বাংলাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »