সেঞ্চুরি বঞ্চিত ধাওয়ানের ব্যাটে চড়ে জয় দিল্লির

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শিখর ধাওয়ানের অপরাজিত ৯৭ রানে ভর করে এই জয় পেয়েছে দিল্লি।

শুরুতে টস হেরে ব্যাট করতে নামা কলকাতা নাইট রাইডার্স স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ফিরে যান ওপেনার জো ডেনলি। আরেক ওপেনার সুবম্যান গিল রবিন উথাপ্পাকে নিয়ে গড়েন জুটি। ৩০ বলে ২৮ রানের ধীরগতির ইনিংস খেলে উথাপ্পা ফিরে গেলে আরও কিছুক্ষণ স্থায়ী হন গিল। ৩৯ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ দিকে আবারও শুরু হয় রাসেল ঝড়। ২১ বল মোকাবেলায় রাসেলের ব্যাট থেকে আসে ৪৫ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান জড়ো করে কলকাতা।

জবাবে ব্যাট করতে নেমে তরুণ পৃথ্বী শ’কে সাথে নিয়ে ৩২ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান। শুরুর দিকে ধীর গতিতে ব্যাট চালালেও শেষের দিকে আক্রমণাত্মক ভঙ্গিমায় অবতীর্ণ হন ধাওয়ান। মাত্র ৬৩ বল মোকাবেলায় ধাওয়ানের ব্যাট থেকে আসে অপরাজিত ৯৭ রান। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ধাওয়া। এদিকে ঋষভ পান্তের ব্যাট থেকেও আসে ৪১ রানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতেই ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »