নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উপর দিয়ে যেন রীতিমতো ঘূর্ণিঝড় বইয়ে দিয়ে যাচ্ছেন ভারতীয় ব্যাটাররা।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাগরিকায় সফরকারী ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইশান কিশানের রাজস্বিক ডাবল সেঞ্চুরির পর এবার সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলীও! এটি কোহলীর ওয়ানডে ক্যারিয়ারের ৪৪ তম শতক।
৯১ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রানের নান্দনিক ইনিংস খেলে সাকিবের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কোহলি।
এই প্রতিবেদনের সর্বশেষ সময় অনুযায়ী ভারতের সংগ্রহ ৪১.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান।