নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের চাইতে ৩০ মিনিট পর (১০.৩০ টা) শুরু হয় আজ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ। দেখেশুনে খেলতে খেলতে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন লিটন ও মুশফিক।
দিনের প্রথম সেশন নিরাপদেই পার করেছে এই দুই ব্যাটসম্যান। ইতোমধ্যেই দেড়শ’র বেশি রান তুলে ফেলেছে এই জুটি।মুশফিকুর রহিম এবং লিটন দাস- দুজনই স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাচ্ছেন। প্রথম সেশনের শুরুতে মুশফিক-লিটনকে ফেরানোর তেমন কোনো সুযোগই করতে পারেননি লঙ্কান বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩৮৩/৩ (১৩৩ ওভার) (মুশফিক ৮৪*, লিটন ৮৭*)।