সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানাতে জানতেন না শচীন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শচীন টেন্ডুলকারকে বলা ক্রিকেট ঈশ্বর, ভারতীয় এই কিংবদন্তী ব্যাটসম্যানের নাম ক্রিকেটের অসংখ্য রেকর্ডের তালিকায় থাকে সবার আগে। তবে সাবেক ভারতীয় অধিনায়ক কপিল দেবের চাওয়া ছিলো আরো বেশি, তিনি শচীনের থেকে আরো বেশি প্রত্যাশা করতেন। শচীনের কাছে আরও বেশি ডাবল বা ট্রিপল সেঞ্চুরি আশা করেছিলেন কপিল। যেখানে একেবারেই ব্যর্থ ছিলেন শচিন, এমনটাই বলেন কাপিল দেব।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে একশ সেঞ্চুরি করেছিলেন শচীন, যে রেকর্ডে এখনো ভাগ বসাতে পারেনি অন্য কোন ব্যাটসম্যান। তবে এই সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রুপ দিতে পেরেছেন মাত্র সাত ইনিংসে। ট্রিপল সেঞ্চুরির ধারে কাছেও যেতে পারেননি তিনি! সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে কপিল বলেন, ‘শচীন অসম্ভব প্রতিভাধর ছিল। আমরা অবশ্যই অন্য কারও মধ্যে এতটা দেখিনি। সে ক্রিকেটের কঠিন এক যুগে জন্মেছিল, যেখানে সে জানত যে কীভাবে সেঞ্চুরি করতে হয়। যদিও সে কখনও বিধ্বংসী ব্যাটসম্যান হয়নি।ক্রিকেটের সবকিছুই শচিনের কাছে ছিল। সে জানত কীভাবে সেঞ্চুরি করতে হয়। যদিও সেঞ্চুরিকে ডাবল বা ট্রিপল সেঞ্চুরিতে পরিণত করার বিষয়টা জানত না। অন্তত পাঁচটি ট্রিপল সেঞ্চুরি ও আরও দশটি ডাবল সেঞ্চুরি করার মতো প্রতিভাবান ব্যাটসম্যান ছিল শচিন।’

কপিল আরো বলেন, শচীন মুম্বাইয়ের সনাতন ক্রিকেট মানসিকতায় থাকতেন। ফলে সেঞ্চুরির পর পুনরায় রয়ে সয়ে খেলার চেষ্টা করতেন। এখানেই চরম আপত্তি কপিলের।শচীনকে  তাঁরই সতীর্থ বিরেন্দর শেবাগকে দেখে শিখতে বলতেন তিনি।

শচীনের সেঞ্চুরি ইনিংসকে বড় করতে না পারার কারণ হিসেবে মুম্বাই ক্রিকেটের মানসিকতাকে দায়ী করে কপিল বলেন, সামর্থ্য থাকলেও শচিন সবসময় মুম্বাই ক্রিকেটের মানসিকতায় আটকে ছিল। সেখানে বলা হতো সেঞ্চুরির পর আবার শূন্য থেকে শুরু করো।এখানেই আমার অনেক আপত্তি ছিল। আমি বলতাম, তুমি বিধ্বংসী ব্যাটসম্যান, সেঞ্চুরির করে শেবাগের মতো খেলার চেষ্টা করো।’

নিউজ ক্রিকেট২৪/ সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »