সেচ্ছাসেবীদের জন্য মুশফিকের টুপি খোলা স্যালুট!

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে বর্তমানে ঘরবন্দী মানুষ। বাহিরে বের হওয়ার সুযোগ আপাতত নেই৷ বের হলেও সামাজিক দূরত্ব মেনেই চলতে হচ্ছে আমাদের। অতি প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের হচ্ছেনা মানুষ। তবে এর মাঝেও নিজের জীবনকে তুচ্ছ করে মানুষের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবীরা। জীবনের ঝুঁকি জানা সত্যেও এসময় মাঠপর্যায়ে কাজ কারার জন্য তাদেরকে স্যালুট জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

কোভিড-১৯ এর কারণে মানুষ ঘরে থাকলেও স্বাস্থ্যসেবীদের মতই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক তরুণরা। সোমবার (১৮’ই মে) ইয়ং বাংলা নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের পেজে লাইভে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মুশফিকুর রহিম। সেচ্ছাসেবীদেরকে ধন্যবাদ জানিয়ে মুশফিকুর রহিম বলেন,’ সারা দেশে সরকারি-বেসরকারি অনেক সেচ্ছাসেবী আছেন যারা শারীরিক ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা কাজ করে যাচ্ছেন। এতে যেহেতু শারীরিক সক্ষমতাও লাগে সেহেতু আমার মনেহয় তরুণদের জন্য দ্বায়িত্বটা আরও বেশি। আমি তাদের অবশ্যই স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই। যারা যত্ন সহকারে কাজগুলো করছেন। ‘

এছাড়াও করোনা ভাইরাসের মোকাবেলায় নিজের অংশগ্রহণ নিয়েও বলেন মুশফিকুর রহিম। স্ব শরীরে উপস্থিত থাকতে না পারলেও আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছেন তিনি। মুশফিকুর রহিম বলেন,’ আপনাদের যারা সেচ্ছাসেবক আছেন বা মাঠকর্মী আছেন তাদের মত স্ব শরীরে উপস্থিত হতে না পেরেও আমি চেষ্টা করছি আর্থিকভাবে আমি আমার এলাকায় হোক বা আমার আশেপাশে এমনকি আমার খেলা সম্পর্কিত যারা আছে তাদের কিভাবে সাহায্য পৌঁছে দেওয়া যায় সেটা চেষ্টা করছি। ভবিষ্যতেও করবো।’

এছাড়াও সকলকে ঘরে থেকে নিজে ভালো থাকতে এবং পরিবারকে ভালো রাখতে পরামর্শ দেন তিনি। মুশফিকের ভাষায়,”সবথেকে বড় কথা যেটা আমি বারবার বলি যে, নিজে ভালো থেকে পরিবার এবং আশেপাশের মানুষদের যেন সুরক্ষিত রাখা যায় সেদিকে সবসময় কাজ করতে হবে। আমি সবসময় এটি করে আসছি।’

বাংলাদেশ সময়: ৯:০০ এএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »