সুর পাল্টালেন বেন স্টোকস!

নিউজ ডেস্ক »

নিজের জীবনী লিখেছেন বেন স্টোকস। সেখানে উল্লেখ করেছেন বিশ্বকাপের প্রতিটি খেলার বিবরণী। সেখানেই স্টোকস উল্লেখ করেন ভারতীয় দলের বিপক্ষে জয়ের ম্যাচে মাহেন্দ্র সিং ধোনির ভুল পরিকল্পনার কথা। মনে হচ্ছিলো জয়ের কোন আশাই ছিলোনা ভারতের। তবে এবার সুর পাল্টে ফেললেন স্টোকস। বললেন এমন কিছু বলেননি স্টোকস।

গত বৃহস্পতিবার এক টুইটে পাকিস্তানি বোলার সিকান্দার বোখত  ভারতীয় দলের সমালোচনা করে বলেন, ‘বেন স্টোকস তার বইয়ে লিখেছেন ভারত বিশ্বকাপে ইচ্ছেকৃতভাবেই হেরেছিলো পাকিস্তানকে বিশ্বকাপ থেকে সরানোর জন্য। আমরা আগেই ধারণা করেছিলাম।’

এই টুইটের উত্তরে এক সমর্থক বলেন, ‘কোথায় বেন স্টোকস বলেছেন যে ভারত ইচ্ছেকৃত পাকিস্তানকে বিশ্বকাপ থেকে সরাতে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। কেউ আমাকে দেখাতে পারেন? ‘

এই কমেন্টের উত্তর দিয়েছেন খোদ বেন স্টোকস। বিষয়টি অস্বীকার করে স্টোকস বলেন, ‘এটা কখনই পাবেনা। এটাকে শব্দ মোচড় বা টোপ ক্লিক বলে।’

উল্লেখ্য বেন স্টোকস তার বইয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচ নিয়ে লিখেছেন, ‘শেষ ১১ ওভারে ১১২ রান দরকার এমন অবস্থায় খেলতে নেমে ধোনি অদ্ভুতভাবে খেলল। বাউন্ডারি মারার পরিবর্তে ১রান করে নেওয়াতেই ওর বেশি লক্ষ্য ছিল। কমপক্ষে ১২ বল হাতে রেখে ম্যাচটা জিততে পারত ভারত।’

বাংলাদেশ সময়ঃ ১০:০০ এএম

নিউজক্রিকেট/কেএমএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »