সুযোগ হলে বিপিএল খেলতে আসবেন ডু প্লেসিস

নিউজ ডেস্ক »

সুযোগ হলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মাতাতে আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে অচল বিশ্ব ক্রীড়াঙ্গন। আর এই সময়টাতে ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন ঘরে বসে। নিজেকে ফিট রাখতে শারীরিক কিছু ব্যায়ামের পাশাপাশি সময় কাটছে সোশ্যাল মিডিয়ায়।

এই অবসরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভ সেশন শুরু করেছেন। আর আজকের লাই সেশনে তামিম ইকবালের সাথে যুক্ত হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রায় আধঘন্টার মত তামিম আর ডু প্লেসিস মিলে লাইভ সেশনে আড্ডা দিয়েছেন। আড্ডার ছলে আলোচনায় এমন সব তথ্য উঠে আসে যেগুলো ভক্তদের অজানা।

লাইভ সেশনে এক পর্যায়ে তামিম ডু প্লেসিসকে জিজ্ঞাসা করেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে। জবাবে প্রোটিয়া তারকা প্লেসিস জানান বিপিএল ফলো করেন সময় পেলে। এর প্রেক্ষিতে তামিম একটা আবদার করে বসেন প্লেসিসের কাছে। তামিম বলেন, ‘তুমি ওয়াদা করো বিপিএল খেলতে আসবে এবং আমার দলে খেলবে।’

তামিমের এমন কথায় পরে প্লেসিস বলেন, ‘আসলে এখানে এটা বলার জায়গা না। তবে আমার সুযোগ হলে অবশ্যই বিপিএল খেলতে আসবো।’

উল্লেখ, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর।।আইপিএল, বিগব্যাশের পরেই সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »