নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে সুপার ফোরে যাওয়ার সমীকরণ কঠিন করে ফেলেছে বাংলাদেশের। গ্রুপপর্বে শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ জিতলেও টাইগারেদর সুপার ফোরে যেতে তাকিয়ে থাকতে হবে পারে ম্যাটে ফলাফলে দিকে। এদিকে টাইগার এমর পরাজয়ের পরও কোচ কিংবা অধিনায়ক কারও সঙ্গে কথা হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসার পাপনের।
এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীরঙ্কার কাছে হেরে মিশন শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাঠে মোটামুটি বড় ব্যবধানেই হেরেছে টাইগারা। আর এই পরাজয়ে ফলে টাইগারদের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার কাজটা কঠিন হয়ে গেছে।
এবারে এশিয়া কাপে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। লঙ্কানদের কাছে পরাজয়ের ফলে বাংলাদেশের হাতে এখন শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই বাকি আছে। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নেই।
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারার পর রানরেটও বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে। বর্তমানে টাইগারদের রানরেট -০.৯৫১। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের জিতলেই চলবে না জিততে হবে বড় ব্যবধানে।
আফগানরা যদি বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন তিন দলেরই সমান ২ পয়েন্ট করে হবে। সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দুই দল যাবে সুপার ফোরে।
এদিকে টাইগার এমন পারফরম্যান্সের পর কোচ কিংবা অধিনায়ক কিারও সঙ্গে কথা হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। শুক্রবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি সভাপতির বাসবভনে গেলে সংবাদ মাধ্যমেন সঙ্গে তিনি বলেননি। শুধু জানিয়েছেন টিম ম্যানজমেন্টের কারও সঙ্গে তার কথা হয়নি।
আরএ/নিউজক্রিকেট২৪