সুপার ফোরে আজ ভারত পাকিস্তান দ্বৈরথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি পাকিস্তান। কলম্বোতে ম্যাচ শুরু বেলা সাড়ে তিনটায়। তবে এ ম্যাচের আগে চলছে অনেক আলোচনা- সমালোচনা।

ভারত-পাকিস্তান লড়াই মানেই ভিন্ন রকমের এক দ্বৈরথ। যে দ্বৈরথে মাতোয়ারা থাকে পুরো ক্রিকেট দুনিয়া। এবার এশিয়া কাপের সুপার ফোরে আবারো মুখোমুখি হবে এ দুই চিরপ্রতিদ্বন্ধি।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে এর আগে খেলেছে পাকিস্তান। যেখানে ২৬৬ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। বৃষ্টির কারনে ব্যাট হাতে মাঠে নামা হয়ে ওঠনি পাকি সেনাদের। শেস পর্যন্ত পরিত্যাক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।

বিশ্বমানের পেস অ্যাটাক নিয়ে সবশেষ বাংলাদেশকে হারিয়ে বেশ ছন্দে আছে ম্যানইন গ্রিনরা। ভারতের বিপক্ষেও তাই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বাবর আজম স্কোয়াডের। এর আগে গত আসরেও সুপার ফোরে প্রথম ম্যাচেই ভারতকে গুড়িয়ে দিয়েছে বাবর বাহিনী।

এদিকে নেপালের বিপক্ষে শক্তিশালী দল নিয়েও কিছুটা ছন্দপতন দেখা যায় ভারতের। যদিও জয় নিয়েই সুপার ফোরে পা রাখে রোহিত বাহিনী। আর তাদের সামনে এবার প্রতিশোধের হাতছানি।

ভারত পাকিস্তানের ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। এমনটাই বলছে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস। আর তাকে মাথায় নিয়েই এক দিনের রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে সুপার ফোরের এ দুই দলের প্রতি এসিসির এমন পক্ষপাত নিয়ে ক্ষেপেছেন অনেক কোচসহ সাবেক ক্রিকেটাররাও। তবে যাই হোক বাকি হিসেব নিকেশ খেলার মাঠেই দেখা যাবে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »