নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সুপার ওভারের ম্যাচে জয়ের হাসি হেসেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যাচের শুরুতে কুইন্টন ডি ককের অপরাজিত ৬৯ এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে মুম্বাই।
জবাবে ব্যাট করতে নেমে মানিশ পান্ডেও খেলেন অপরাজিত ৭১ রানের ইনিংস। যেখানে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ ড্র করেন তিনি।
এদিকে সুপার ওভারে এসে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ তাদের স্কোরবোর্ডে তোলে ৮ রান। জবাবে ৩ বলেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।
এই জয়ে সুপার ফোরের স্বপ্ন বেঁচে রইল মুম্বাই ইন্ডিয়ান্সের।