সিলেটের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় টিম টাইগার্সের

সাকিব শাওন »

দিনের শুরুতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টসে জিতে ব্যাটিং করার সিধান্ত গ্রহণ করেন। ব্যাটিং আসেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। স্লো ব্যাটিং শুরুর পরও তামিম ২৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নিলেও আরেক ওপেনার লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। শান্ত ২৯ রান করে তিনিও লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন। এরপর মুশফিক আসেন ক্রিজে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে কট আউট হয়ে ফিরে গেছেন ১৯ রানে। ব্যাক্তিগত ১২৬* রান করার পর পায়ে বেশি ব্যাথা অনুভব করার কারণে মাঠ ছেড়েছিলেন লিটন।

এরপর মিথুন-রিয়াদের ফিফটি রানের উপর ভর করে বড় সংগ্রহের দিকে যায় টিম বাংলাদেশ। রিয়াদ ৩২ করে বিদায় নিলেও মিথুন থেমে থাকেনি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ব্যাক্তিগত ৪১ বলে ৫০ করে বিদায় নেন এই ব্যাটসম্যান। এছাড়া মিরাজ করেন ৭ রান। সাইফউদ্দিন ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ২৮* রানে।

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৩২১ রান।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্ছ ২ উইকেট নেন এমপুফু এছাড়া তিরিপানো,মুম্বা,মুটোমবদজ্বী ১ টি করে উইকেট শিকার করেন।

জবাবে পাহাড় সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার কামুনহুককামে।এরপর দলীয় রান ২২ হলে আবার সাইফউদ্দিনের বলে ফিরে যান চিবাবা। নিয়মিত ওভারে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। মাডহেবার সর্বোচ্ছ ৩৫ রান করেন। ১৮ রান করেন সিকান্দার রাজা। এছাড়া মটোমবডজি করেন ২৪ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই সব কয়টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে।

বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে ১৬৯ রানে।

বাংলাদেশের পক্ষে সাইফউদ্দিন নেন ৩ উইকেট। মিরাজ,মাশরাফি নেন ২ উইকেট করে। এছাড়া তাইজুল ও মোস্তাফিজ নেন ১ উইকেট করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »