নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও সিরিজের শেষ ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে রয়েছে টাইগারার।
আগামী ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা দলীয় অনুশীলন সেরেছেন। সেইদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক।
বোলিং অনুশীলন করছেন এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা। এছাড়া নাজমুল হোসেন শান্তকেও বোলিং অনুশীলন করতে দেখা গেছে। ছেলে অসুস্থ থাকার কারণে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও।
শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং জাকির হাসান।
এস.আর/নিউজক্রিকেট২৪