সাকিব শাওন »
তিন ম্যাচ টি-২০ সিরিজের ২য় ম্যাচে অজিদেরকে ১২ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। ফিফটি করেও তাই বৃথা গেছে ওয়ার্নারের ইনিংসটি। বল হাতে আবারো দলকে ডেথ ওভারে জয় এনে দিলো লুঙ্গি এনগিদি,১৯ তম ওভারে এসে অস্ট্রেলিয়া দল কে ম্যাচ থেকে ছিটকে দেন প্রোটিয়া এই পেসার। ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিদের দুই ওপেনার ভালো শুরু এনে দেন। দলীয় ৪৮ রানে ফিঞ্চ বিদায় নিলে স্মিথকে নিয়ে ভালো এগোচ্ছিলেন।
ওয়ার্নার ৫০ রানের জুটি গড়ার পর ডু প্লেসিসের দুর্দান্ত ক্যাচে ব্যাক্তিগত ২৯ রানে বিদায় নেন স্মিথ। ৩৮ বলে ক্যারিয়ারের ১৬ তম ফিফটি তুলে নেন এই অজি ওপেনার। ১৩৮ রানে ৪ উইকেট হারানো অজিরা ১৯ তম ওভারে এসে প্রথম বলেই আউট হন ওয়েড তখনই চাপে পড়ে সফরকারীরা।
শেষ ২ ওভারে প্রয়োজন ছিলো ২০ রান ঐই ওভারে ৩ রানে ১ উইকেট তুলে নেন এনগিদি। এক পাঁশে দাঁড়িয়ে দলের পরাজয় দেখা ছাড়া কোন উপাই ছিলো না ওয়ার্নারের। শেষ ওভারের ১৭ রানের দরকার থাকলেও ১২ রানে ম্যাচটি হেরে যায় অজিরা। ওয়ার্নার অপরাজিত থাকেন ব্যক্তিগত ৬৭* রানে। এনগিদি নেন ৩ উইকেট।
এর আগে পোর্ট এ্যালিজাবেথে সেন্ট জর্জ পার্কে টসে জিতে ব্যাটিং সিধান্ত নেন ডি কক। ব্যাটে নেমে রানের ফুলঝরি ছোটান এই ক্যাপ্টেন ৪৭ বলে ৭০ রান করে আউট হন এই ব্যাটসম্যান,শেষে ডুসেন এর ৩৭ রানের উপর ভর করে ১৫৮ রানের পুঁজি পাই প্রোটিয়া রা। অস্ট্রেলিয়ার পক্ষে ২ উইকেট নেন রিডার্সন।