সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেলো শ্রীলংকা

সাকিব শাওন »

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হামবানটোটায় প্রথমে টসে জিতে লংকান অধিনায়ক করুণারত্নে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যাটিং নেওয়া সিদ্ধান্ত যে ভুল সেটি প্রমাণ করে দেন উইন্ডিজ বোলার কটরেল। দলীয় ৯ রানে পরপর ২ ব্যাটসম্যান কে সাজঘরে পাঠান এই পেসার।

এরপর শুরু হয় ইনিংস রক্ষার লড়াই সেটি সঠিক ভাবেই সামলেছেন আভিষ্কা ফারনান্দো এবং কুসল মেন্ডিস। দুজনে গড়েছেন ২৩৯ রানের পার্টনারশিপ। সাথে দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

ব্যক্তিগত ১২৯ রান করে আভিষ্কা আউট হলে কুসল মেন্ডিস ও আর ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনি ১১৯ রানে করে বিদায় নেন। শেষ দিকে পেরেরা,হাসারাঙ্গা এবং উদানার দৃঢ়তায় ৮ উইকেটে ৩৪৫ রানের পাহাড় সম পুঁজি পায় লংকানরা।

উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট লাভ করেন পেসার শেলটন কটরেল এছাড়া পেসার যোশেপ নেন ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন উইন্ডিজ ওপেনাররা। দলীয় রান ৬৪ হলে রান আউটে কাঁটা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান সুনীল অ্যামব্রিজ। এরপর দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৫১ করে বিদায় দেন শাই হোপ।

এরপর নিকোলাস পুরান একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩১ রান করে ফিরে যান। এরপর আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারিনি তারপর শুরু হয় ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল । শেষ পর্যন্ত উইন্ডিজ দল সবকয়টি উইকেট হারিয়ে ১৮৪ রানে গিয়ে থামে।যার ফলে শ্রীলংকা দল জয়লাভ করে ১৬১ রানে।শ্রীলংকার পক্ষে সান্দাকান এবং হাসারাঙ্গা নেন ৩ উইকেট করে এছাড়া প্রদীপ নেন ২ উইকেট

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »