সিরাজ আগুনে ছারখার শ্রীলঙ্কা, এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের  কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে রীতিমতো গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। লঙ্কানদের ঘরের মাঠে তাদেরকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের অষ্টম শিরোপা ঘরে তুলেছে রোহিত শর্মার দল। আর এই জয়টা এসেছে পেসার মোহাম্মদ সিরাজের আগুন ঝড়ানো বোলিংয়ে।

প্রেমাদাসায় টস জিতে আগে ব্যাট করতে নেমে সিরাজের টর্নেডো স্টাইলে বোলিংয়ে  মাত্র ৫০ রনে অলআউট শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে অনায়েসেই জয়  তুলে নেয় ভারত।

টসের পর বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষন পর খেলা শুরু হয়। প্রথম ওভারেই কুশল পেরেরার (০) উইকেট তুলে নেন বুমরাহ। এরপরই শুরু হয় সিরাজের গতির ঝড়। ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন তিনি। পাথুম নিসাঙ্কা (২), সামারাবিক্রমা (০), চারিথ আসালাঙ্কা (০) ও ধনঞ্জয়া ডি সিলভা (৪) সাজ ঘরে পাঠিয়ে রঙ্কার টপ অর্ডার ধ্বসিয়ে দেন সিরাজ।

এরপর নিজের দ্বিতীয় ও ইনিংসের ষষ্ঠ  ওভারে দাসুন সানাকা (০) ফিরিয়ে বল বাই বল হিসেবে ১৬ বলে ৫ উইকেট নিয়ে সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাসের সঙ্গে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম সময়ে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন সিরাজ।

১২ রানে ৬ উইকেট হারিয়ে ওয়ানডেতে সর্বনিম্ন (৩৬) রানে অলআউটের শঙ্কায় পড়ে যায় শ্রীরঙ্কা। সপ্তম উইকেটে কুশর মেন্ডিস আর ভেল্লালাগের ২১ রানের জুটিতে সেই শঙ্কা কাটে লঙ্কানরা। মেন্ডিসকে ১৭ রানে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন সিরাজ। অলআউটের প্রহর গুনতে থাকা লঙ্কানরা শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ৫০ রানের অলআউট হয়। সিরাজ ২১ রান দিয়ে ৬ উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩ ও বুমরাহ ১টি উইকেট নেন।

জয়ের আনুষ্ঠানিকতা সাড়তে ব্যাট করতে নেমে ভারত ৬.১ ওভারে এশিয়া কাপের অষ্টম শিরোপা নিশ্চিত করে। ইশান ২৩ ও শুবম্যান ২৭ রানে অপরাজিত থাকেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »