সিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন ক্রিস গেইল

নিউজ ডেস্ক »

নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে নিজের নাম তুলে নিয়েছেন ক্রিস গেইল। ঠিক কোন কারণে নাম তুলে নিয়েছেন সেই ব্যাখ্যা দেননি তিনি।

এ মাসের ২৪ (আগামীকাল) তারিখে এবছরের সিপিএলের খেলোয়াড়দের ড্রাফট হওয়ার কথা রয়েছে। ড্রাফটের আগে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এ মাসের আগস্ট-সেপ্টেম্বর বসার কথা এবছরের সিপিএলের আসর।

ক্রিস গেইল অবশ্যই এই টুর্নামেন্টের বড় একজন তারকা। এর আগে তিনি জামাইকা তালাওয়াস এর অধিনায়ক ছিলেন। তবে এ বছর‌ খেলার কথা ছিল সেন্ট লুসিয়া দলের হয়ে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী ব্যক্তিগত কারণে থাকছেন না গেইল। সেন্ট লুসিয়া দলের ম্যানেজার এমনটাই জানিয়েছেন।

এবারের সিপিএল এক শহরে হওয়ার কথা রয়েছে। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে তারা টুর্নামেন্টটি সেভাবে আয়োজন করবে। তবে বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে আশংকা থেকেই যায়।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »