নিউজ ডেস্ক »
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলামে নাম উঠছে বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের। বিপিএলে নজরকাড়া পারফরম্যান্স করা মেহেদী হাসান রানা ও নাসুম আহমেদের নাম প্রথমবারের মত উঠছে সিপিএলের নিলামে।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেল আসরে দুজনই খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে। বল হাতে দুজনই ছিলেন সফল। দলের সাফল্যে কার্যকরী ভূমিকা রেখেছেন তারা। দুবার করে বিপিএল খেলা এই দুই ক্রিকেটারের নাম এবারই প্রথমবারের মত উঠছে কোন ভিনদেশি টুর্নামেন্টের নিলামে। জানা যায়, ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট নাসুম ও রানার সিপিএলে অংশগ্রহণের ব্যাপারটা দেখছে।
আগামী ২৪ জুন (বুধবার) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। এই দুই বাংলাদেশি ক্রিকেটার থাকছেন ১০ম রাউন্ডে। তাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ডলার। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ সহ আরো কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম এই নিলামে উঠার কথা রয়েছে।