নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে আগামীকাল মাঠে নামবে ভারতীয় দল। আর এই তৃতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ভারত। এই একাদশে দেখা গিয়েছে দুই পরিবর্তন।
গত ম্যাচে বোলিংয়ের সময় চোটে পড়েছিলেন পেসার উমেশ যাদব, তার বদলি হিসেবে তৃতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন পেসার নানদ্বীপ সাইনি। আর এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে সাইনির। এছাড়া প্রথম দুই টেস্টে ব্যর্থ হওয়া ওপেনার আগারওয়ালকে বসিয়ে একাদশে ফিরেছেন ওপেনার রোহিত শর্মা। ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে দেখা যায় নি এই মারকুটে ওপেনারকে।
এক নজরে ভারতের তৃতীয় টেস্টের একাদশ-
আজিঙ্কা রাহানে (অধিনায়ক) রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হুনুমা বিহারী, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, নানদ্বীপ সাইনি।