নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ৪ টেষ্ট ম্যাচ সিরিজের ৩য় টেষ্ট। এই ম্যাচ চালাকালিন এক অসংলগ্ন ঘটনা ঘটে। ৪র্থ দিনের ২য় সেশনে পুলিশ মাঠ থেকে বের করে দেয় ৬ দর্শককে।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ২য় ইনিংসের ৮৫ তম ওভার শেষ হওয়ার পর। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ তার বোলিং শেষ করে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে যান। তখনি ঘটে বিপত্তি। মাঠে খেলা দেখতে আসা এক গ্রুপ দর্শক সিরাজকে উদ্দেশ্য করে কিছু একটা বলে। এরপর সিরাজ সেটি তার অধিনায়ক রাহানেকে জানালে তা রাহানে আম্পায়ারকে জানায়। এরপর দুই আম্পায়ার এক হয়ে ওই বাউন্ডারি লাইনে গিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করেন।
এরপর ঢাকা হয় মাঠের সিকিউরিটি বিভাগকে৷ তারা এসে ৬ দর্শককে ওই জায়গা থেকে সরিয়ে ফেলা হয়। বলা হচ্ছে বর্ণবাদী আচরণ করা হয়েছে তার সাথে।
এর আগে গতকাল ম্যাচ শেষ ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটি আনুষ্ঠানিক অভিযোগ জানায় আইসিসিকে। যেখানে তারা মোহাম্মদ সিরাজ ও জাস্প্রিত বুমরাহর সাথে বর্ণবাদ আচরণ করে বলে জানায়।
নিউজক্রিকেট/আরআর