নিউজ ডেস্ক »
বর্তমান বিশ্বে ভয়ংকর বোলারদের তালিকায় সবার উপরেই থাকবেন দক্ষিণ আফ্রিকান গতি তারকা কাগিসো রাবাদা। বাংলাদেশের বিপক্ষে অভিষেকে হ্যাট্রিক করে নিজের আগমনের বার্তা দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। এরপর গতি, সুইং, বাউন্সের ফুলঝুরি ছড়িয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন ডেল স্টেইনের এই উত্তরসূরী। তবে ক্যারিয়ারে অনেক গ্রেটদের বিপক্ষেই খেলার সুযোগ হয়নি এই পেসারের। তাই সুযোগ পেলে সাবেক চার জন ব্যাটসম্যানকে বল করতে চাইবেন তিনি।
শুক্রবার (৭’ই জুন) আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের সাথে ইনস্টাগ্রামে এক লাইভ আড্ডায় এসব কথা জানান তিনি। রাবাদা বলেন, ‘আমি মনে করি কেভিন পিটারসেন, শচীন টেন্ডুলকার, ভিভিয়ান রিচার্ডস এবং রিকি পন্টিং যে ব্যাটসম্যানদের আমি বল করতে পছন্দ করব।’
এছাড়াও করোনা ভাইরাসের মহামারীতে নিজের ফিটনেস ধরে রাখতে কি করছেন সেটিও জানান এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকাতে পেশাদার অ্যাথলেটদের জিমে যাওয়ার অনুমতি থাকায় জিমেই কাজ করছেন তিনি। তবে লকডাউনকে নিজেকে একটু বিশ্রাম দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই পেসার। রাবাদা বলেন, ‘আমার কাছে এখনও বোলিং করার বা ক্রিকেট সুবিধাগুলি ব্যবহার করার সুযোগ হয়নি। তবে পেশাদার অ্যাথলিটদের এখন দক্ষিণ আফ্রিকার জিম ব্যবহার করার অনুমতি আছে। তাই আমি নিজেকে চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি। তবে আমি সত্যিই সন্তুষ্ট যে পাঁচ বছরের ধারাবাহিক প্রতিযোগিতার পরে আমি ক্রিকেট থেকে এত দীর্ঘ বিরতি পেয়েছি। আমি সত্যিই নিজেকে শিথিল মনে হচ্ছে।’
নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ