নিউজ ডেস্ক »
শ্রীলঙ্কার ক্রিকেটে উত্তাল বইয়ে দেওয়া সাবেক ক্রীড়ামন্ত্রীর অভিযোগ অবশেষে মিথ্যা প্রমাণিত। শ্রীলঙ্কা দলের উপর ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেন তৎকালীন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দনান্দ আলুথগেমেজ। তার অভিযোগের ভিত্তিতে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই দলের ক্রিকেটার ও নির্বাচককে জিজ্ঞাসাবাদ করা শেষে জানানো হয়, ক্রীড়ামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন।
শ্রীলঙ্কার পুলিশের বিশেষ তদন্ত ইউনিটে টানা ১০ ঘন্টা যাবত জিজ্ঞাসাবাদ করা হয় তৎকালীন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে। এছাড়া উদ্ভোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা এবং তৎকালীন প্রধান নির্বাচক আর্বিন্দ ডি সিলভাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের উপর আরোপিত সকল অভিযোগের ব্যাখ্যা শুনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সবগুলো অভিযোগই ভিত্তিহীন।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান জাগাথ ফোনসেকা গণমাধ্যমে জানান, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদনে পাঠাব। আজ অনুষ্ঠিত আলোচনায় আমরা তদন্ত শেষ করেছি। খেলোয়াড়দের আরো জিজ্ঞাসাবাদ করার কোন কারণ আমরা দেখছিনা।’
তিনি আরো বলেন, ‘তারা ফাইনালে কেন দলে পরিবর্তন এনেছিলেন সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। আমরা যে বিবৃতি নিয়েছিলাম সেখানে তিনজনই যুক্তিসম্মত ব্যাখ্যা দিয়েছেন।’
আজ জিজ্ঞাসাবাদ করার কথা ছিল তৎকালীন সহকারী অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে। তবে তাকে তদন্ত অফিসে এসেও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়নি কারণ তদন্ত কমিটি আগের তিনজনের বিবৃতিতেই নিশ্চিত হয়েছিলেন যে দলটির উপর আরোপিত অভিযোগ ভিত্তিহীন।
নিউজক্রিকেট/এমএস