নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলম্বোয় এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ২৬৬ রানের টার্গেটে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে টাইগাররা।
প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু ভালো হয়নি টাইগারদের। ব্যর্থতার বৃত্তে বন্দি লিটন ব্যক্তিগত শূন্য রানে আউট হন। অভিষেকে ব্যর্থ তানজিদ তামিম ১৩ রান করে আউট হন। একাদশে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ৪ ও মিরাজ ১৩ রান করে বিদায় নিলে ৫৯ রানে চার উইকেট হারায় টাইগাররা।
চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক সাকিব ও তৌহিদ হৃদয় শক্ত প্রতিরোধ গড়েন। দুজনের ব্যাট থেকে আসে ১০১ রানের জুটি। সাকিব ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি করে ব্যক্তিগত ৮০ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। হৃদয় ওয়ানডে ক্যারিয়ার পঞ্চম ফিফটি তুলে নেন। ৫৪ রান করে আউট হন হৃদয়।
নাসুম আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর আড়াইশ ছাড়ায়। নাসুম ৪৪ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২৬৫ রানের থামে বাংলাদেশের ইনিংস। শেখ মেহেদি ২৯ ও তানজিম সাকিব ১৪ রানে অপরাজিত থাকেন।
আরএ/নিউজক্রিকেট২৪