দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »
সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ৮১ রানে ৩ উইকেটে হারিয়ে ফেলা বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২১১ রান। সাকিব ফিফটির পর ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগাচ্ছেন। সাকিব ৯০* আর হৃদয় ৫৪* নিয়ে ক্রিজে আছেন। ফরহাদ রেজা ও নাসির হোসেনের পর তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক ম্যাচে ফিফটির স্বাদ পেয়েছেন হৃদয়। এদিকে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান।
এর আগে সফরকারীদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে থাকা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের তৃতীয় ওভারেই অধিনায়ক তামিম ফিরে গেলে বিপাকে পড়ে টিম টাইগার্স। ২য় উইকেট জুটিতে শান্তকে নিয়ে লিটন প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২৬ রান করে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। দলীয় ৮১ রানে ব্যক্তিগত ১৯ রান করে আউট হোন শান্তও।
সাকিব আর হৃদয় যেভাবে ব্যাট করছেন এভাবে খেলতে পারলে অবশ্যই ভালো বড় একটা লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিবেন সফরকারী ব্যাটারদের জন্য।