সাকিব-মাশরাফি খুনি নয়: সালাউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের নীরব ভূমিকা অনেকের মাঝে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছিল। বিগত সরকার পতনের পরও তা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে দুজনের বিরুদ্ধেই হয়েছে বিক্ষোভ। ঘরোয়া ক্রিকেটের অন্যতম এই জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে আসার পথে বাধা পান সাকিব। নিরাপত্তাজনিত কারণে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি থেকে পরামর্শ পেয়ে ঢাকায় ফেরেননি। টাইগার অলরাউন্ডার যাতে খেলতে না আসেন, সেজন্য বিসিবিকে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ।

বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দল থেকে মাশরাফীকে বাদ দেওয়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেটের শিক্ষার্থীরা। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলে সিলেট স্ট্রাইকার্সকে বয়কট করা হবে বলে দেওয়া হয়েছে হুমকি।

সার্বিক পরিস্থিতিতে কোচ সালাউদ্দিন পোস্টে লিখেছেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনোই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেওয়া উচিৎ, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া-মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।

তিনি আরো লিখেন:একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেটবিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না। রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন? এরা কত মানুষের ভাত-কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »