সাজিদা জেসমিন »
আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত হওয়ায় দলে নেই দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাজিকরের প্রস্তাব গোপন করায় নিষেধাজ্ঞায় আছেন তিনি৷ আগামী সেপ্টেম্বরের আগে দলে ফেরার কোন আশা নেই। সাকিব বিহীন প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ।
আগামী রবিবার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিববিহীন দলকে তেমন একটা ঝুঁকিপূর্ণ মনে করছে নাহ জিম্বাবুয়ে। অধিনায়ক চামু চিবাবার মুখেও প্রশান্তির বাণী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নিজের মন্তব্য।
চিবাবা বলেন- “দেখুন, সাকিব বাংলাদেশের একজন দুর্দান্ত খেলোয়াড়। সাকিব বিহীন তাঁদের নতুন অধ্যায় এটি। সে একাই ব্যাটে-বলে দুজনের ভূমিকা পালন করে । সাকিব না থাকাটা আমাদের বাড়তি সৌভাগ্যের ব্যাপার। সে একজন চমৎকার খেলোয়াড়।”
এক দিনের আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রাহক সাকিব। আসন্ন ওয়ানডে সিরিজে সাকিবের না থাকা নিঃসন্দেহে দলকে অনেকটাই ভোগাবে।
সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ম্যাচে ৪০ গড়ে সংগ্রহ করেছেন ১৪০৪ রান। বল হাতে নিয়েছেন ৭৪টি উইকেট। তাই সাকিবের না থাকা নিঃসন্দেহেই জিম্বাবুয়ের জন্য অনেকটা আশীর্বাদস্বরূপই বলা চলে।