নিউজ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ৭টি মৌসুম খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে কেকেআর দলে না খেললেও দলটার প্রধান নির্বাহি ভেনকি মাইশোর বলেন, সাকিব বরাবরই কেকেআরের কাছে সুপারস্টার।
ক্রীড়াভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ারপ্লে কমিউনিকেশন্সে সরাসরি আড্ডায় আজ তিনি জানান, কেকেআর বড় নামের দিকে যায় না বরং দরকারী খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করে সবসময়। আর তাদের সেই পরিকল্পনায় বাংলাদেশি অলরাউন্ডার ছিলেন সুপারস্টার। মাইশোর নিজে সাকিবের অসাধারণ ক্রিকেট ভাবনা এবং ব্যক্তিত্বের জন্য তাকে আলাদা একটা নাম দিয়েছিলেন আর সেই নামেই সবসময় ডাকতেন। মাইশোর জানান, তিনি সবসময় সাকিবকে ডাকতেন ‘সাকিবস্টার’ বলে।
লাইভ আড্ডায় মাইশোরকে একটি মজার প্রশ্নের সম্মুখীন করা হয় সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, সিনেমা বানালে সেখানে তিনি নায়ক হিসাবে বাংলাদেশের কোন ক্রিকেটারকে রাখতে চাইবেন সাকিব, তামিম নাকি মাশরাফি। জবাব দিতে যেয়ে তিনি আবারও বলেন সাকিব তাদের কাছে সুপারস্টার। সুতরাং সাকিবকেই তিনি নায়ক হিসেবে দেখতে চাইবেন।
বাংলাদেশ সময়ঃ ৮:৩০ পিএম
নিউজক্রিকেট/এসএস