নিউজ ডেস্ক »
ক্রিকেটের ‘বাইবেল’ নামে খ্যাত উইজডেনের শতাব্দীর সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডের তালিকায় দ্বিতীয় সেরা ক্রিকেটার এবং টেস্টের তালিকায় ষষ্ঠ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, তার এমন কীর্তি গাঁথার কারণে তাঁকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এক বিজ্ঞপ্তিতে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনের বিশেষ এক গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা (ওয়ানডে) এবং ষষ্ঠ সেরা (টেস্ট) ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’
তিন ফরম্যাট ক্রিকেটের মধ্যে ওয়ানডে এবং টেস্ট এই দুই ফরম্যাটে সেরাদের কাতারে নিজের নামকে তুলে ধরেছেন সাকিব। ব্যতিক্রম শুধুমাত্র ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে। দুই ফরম্যাটে জায়গা পেলেও টি-২০ তে জায়গা হয়নি এই অলরাউন্ডারের।
টেস্ট তালিকার ছয় নম্বরে অবস্থান করছেন সাকিব। আর ওয়ানডেতে মাত্র ০.৫ পয়েন্ট কম থাকায় দুই নম্বরে রয়েছেন তিনি। এছাড়া ওয়ানডেতে সাকিবের উপরে কেবল মাত্র অবস্থান করছে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
নিউজক্রিকেট/শাওন