সাকিবের সাথে খেলতে মুখিয়ে আছেন মুশফিক

নিউজ ডেস্ক »

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখায় আইসিসি থেকে নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আগামী ২৯’শে অক্টোবর নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরবেন সাকিব আল হাসান। তার সাথে খেলার জন্য মুখিয়ে আছেন জাতীয় দলের সবথেকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

সাকিব আল হাসনের সাথে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছেননা মুশফিকুর রহিম। সাম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টে একথা বলেন মুশফিক। মুশফিকের ভাষায়, ‘সাকিব তোমার সাথে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছিনা।’

এদিকে উইজডেনের শতাব্দীর ২য় সেরা ওডিআই ক্রিকেটার এবং টেস্টে সেরা ৬ষ্ঠ ক্রিকেটার নির্বাচিত হওয়ায় সতীর্থ হিসেবে নিজেকেও সম্মানিত মনে করছেন মুশফিকুর রহিম। সাকিবকে অভিনন্দন জানিয়ে মুশফিক বলেন, ‘উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ওয়ানডে ক্রিকেটের একবিংশ শতাব্দীর দ্বিতীয় সর্বাধিক মূল্যবান প্লেয়ার (এমভিপি) হিসাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের বিস্মিত বালক তোমার সাথে মাঠটি ভাগ করে নেওয়া কী সম্মানের! অভিনন্দন।’

এসময় সকল কিছুর জন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন মুশফিকুর রহিম।

উল্লেখ্য, গত শুক্রবার (৩’রা জুলাই) “উইজডেন ক্রিকেট মান্থলি” নামক মাসিক সাময়িকী এবং ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক ক্রিকভিজের সাথে যৌথ ভাবে নির্বাচিত করা হয় এই সেরাদের। যাদের নাম দিয়েছেন মোস্ট ভ্যালুয়াবেল প্লেয়ার বা এমভিপি। টেস্ট ক্রিকেটে শতাব্দীর সেরা ৬ষ্ঠ খেলোয়াড় হলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান।

নিউজ ক্রিকেট ২৪ / কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »