সাকিবের বল খেলতেই মুশির সমস্যা হয়

নিউজ ডেস্ক »

কোভিড-১৯ এর কারণে পুরো বিশ্বই যেখানে থমকে আছে সেখানে ক্রিকেটাররাও ঘরে বসেই অবসর সময় পার করছেন। আর তাই বিভিন্ন মাধ্যমে বা ভিডিও বার্তায় সময় দিয়ে ভক্ত ও ক্রিকেটপ্রেমীদের মনে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি এক ফেসবুক লাইভে সঞ্চালকের প্রশ্ন ছিলো কার বল খেলতে মুশির সবচেয়ে বেশি সমস্যা হয় প্রসঙ্গে মুশফিক জানান, সাকিবের বল খেলতেই সমস্যা হয়। শুধু তিনিই নন সতীর্থদেরও সাকিবের বল খেলতে সমস্যা হয়।

ক্যারিয়ারের শুরু থেকেই নিষেধাজ্ঞার আগ পর্যন্ত বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নিজের বোলিং ঘূর্ণিতে পরাস্থ করেছেন সাকিব। আর্ম বল, স্লোয়ারের জাদুতে বিশ্ব ক্রিকেট মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র। ব্যাট হাতেও অবদান কম নয়। গেলো বিশ্বকাপেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে ছিলো তার নাম।

ফিক্সিং প্রস্তাব লুকানোর অভিযোগে এক বছর মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে আর কোভিড-১৯ এর আঘাতে পুরো বিশ্বই যেখানে স্থবির হয়ে আছে। সেখানে ক্রিকেট ফেরার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটের নবাবও আবার ব্যাট-বল হাতে জাদু দেখাবেন আশা ক্রিকেট ভক্তদের।

বাংলাদেশ সময়: ৪:৫০ পিএম

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »