নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান। বাংলাদেশ থেকে সব থেকে বেশী আইপিএল খেলেছেন তিনি। শুরুর দিকে বাংলার দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও সবশেষ খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে অনেক ক্রিকেটারের সাথেই খেলেছেন ক্রিকেটের এই ফেরিওয়ালা।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই দলের খেলোয়াড়দের নিয়ে একটি একাদশ ঘোষণা করেছেন সাকিব আল হাসান। যার নেতৃত্বে থাকবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপাজয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। তবে অবাক করা বিষয় দলে নেই আফগানিস্তান এবং হায়দ্রাবাদের লেগ স্পিনার রশিদ খান। তবে স্পিন বিভাগে আছেন ক্যারিবিয়ান ঘূর্ণি জাদুকর সুনীল নারইন।
সাকিব আল হাসানের একাদশের উদ্বোধনী ব্যাটসম্যানের দ্বায়িত্বে থাকবেন হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার এবং কলকাতার উইকেট রক্ষক ব্যকটসম্যান রবিন উথাপ্পা। ওয়ান ডাউন পজিশনে অধিনায়ক গৌতম গম্ভীরের পরে ব্যাটিংয়ে আসবেন হার্ড হিটার মনিশ পান্ডে।
নিজের একাদশে নিজেকেও রেখেছেন সাকিব আল হাসান। মিডল অর্ডারের দ্বায়িত্ব সামলাবেন এই স্পিনিং অলরাউন্ডার। এর পরে ৬ এবং ৭ নং পজিশনে ঝড় তুলতে একাদশে আছেন ইউসুফ পাঠান এবং আন্দ্রে রাসেল।
দলের স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে হাত ঘুরাবেন ওয়েস্ট ইন্ডিজ এবং কলকাতার স্পিনার সুনীল নারাইন। এছাড়াও সিমিং অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সাথে পেস বিভাগে আছেন ভুবনেশ্বর কুমার, লক্ষীপতি বালাজী এবং উমেশ যাদব।
সাকিব আল হাসানের কলকাতা এবং হায়দ্রাবাদের সেরা একাদশঃ
ডেভিড ওয়ার্নার, রবিন উথাপ্পা (উইকেট রক্ষক), গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনীল নারইন, ভুবনেশ্বর কুমার, লক্ষিপতি বালাজী এবং উমেশ যাদব।
নিউজক্রিকেট/এইচএএম